Chaite Paro 3 Lyrics
চাইতে পারো নিঝুম রাতে
আমার গাওয়া গান শুনতে
হঠাৎ করেই আমি হারিয়ে
গিটারটা ছুড়ে ফেলে
বললাম চল হারিয়ে যাই
সব কিছু ছেড়ে পালাই
(bitch please)
হও তুমি যতই সুন্দরী
facebook এ like কারি কারি
আমার এই গিটার ছেড়ে
রাখবো কি হাত তোমার হাতে
গান কি এত সস্তা নাকি
একি তোমার মামার বাড়ি
আটা ময়দা মাখা সেলফি
জাতে উঠতে অনেক দেরি
চাইতে পারো DSLR, সাথে ২টো সাদা লেন্স
সাথে স্বপ্ন পাবার, ৬-৬টা hot মডেল ফ্রেন্ড
ছবিতে গরীব দুঃখী, পকেটে বড়লোকি
inbox এ প্রেমপত্র, মুরাদ টাকলা ঠিকই
তোমার এই যশ খ্যাতি, যেন স্মার্টফোনের ব্যাটারি
যতই করো টিপাটিপি ,চার্জ চলে গেলে আমের আটি
এতই সস্তা Photography
সেকি তোমার মামার বাড়ি
Instagram কি দৃক গ্যালারী
জাতে উঠতে অনেক দেরি
চাইতে পারো কোন TV’র, কোন এক অনুষ্ঠানে
নিজের ঢোল নিজেই পেটাতে
নিজের ঢোল নিজে পেটাতে
মিথ্যা দিয়ে ঘায়েল করতে আমায়
জনগণ কি ঘোড়ার ঘাস খায়
যতই করো মিথ্যাচার
তালগাছটা শুধুই তোমার
পাবলিক আজ সবই বুঝে
you have to bujhte hobe
এতই সস্তা লেজেন্ডগিরি
একি তোমার মামার বাড়ি
Twin turbo ওয়ালা গরুর গাড়ি