Chai Shopno Lyrics by LRB
Title:Chai Shopno
Band:LRB
এই দেশে সবই আছে আমাদের
পেট মোটা ঠিকাদার; আছে কত ধান্দাবাজ
আছে নিরীহ মানুষ কোটি কোটি
আরও আছে কিছু তোষামোদী কবি।
কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম, নেই স্বপ্ন।
গ্রামে আছে মহাজন
কেড়ে নেয় তারা বাধাহীন
কৃষকের জমে থাকা শেষ সম্বল
হারাম খোর টাকু মোড়ল
গ্রাস করে চলে সারা জীবন
অসহায় মানুষের শেষ সম্বল
আছে ঠক বাজ ধরিবাজ
আছে বদমাশ ভণ্ড পীর
নেতাদের পাশে ঘুরে ঘুরে থাকা চাটুকার।
কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম, নেই স্বপ্ন।
সুবিধাবাদী মতলবী, সুবিধাবাদী পুঁজিবাদী
অফিসে-অফিসে কত ঘুসখোর
শহরে নগরে জেগে উঠা
ক্ষমতা লোভী কত ভুঁই ফোঁড়
উজাড় করে দেয় সাধারন মানুষের ঘর
আছে ঠক বাজ ধরিবাজ
আছে বদমাশ ভণ্ড পীর
নেতাদের পাশে ঘুরে ঘুরে থাকা চাটুকার।
কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম; নেই স্বপ্ন।