চাঁদিনী রাতে কে গো আসিলে লিরিক্স
Chadni rate ke go asilo lyrics
চাঁদিনী রাতে কে গো আসিলে?
উজল নয়নে কে গো হাসিলে?
মোহন সুরে ধীরে মধুরে
পরাণ-বীণায় কে গো বাজিলে?
হেম-যমুনায় প্রেম-তরী বায়,
ডাকে আমায় ‘আয় গো আয়’-
প্রভাতবেলায় সোনার ভেলায়
কেমনে চলে যাবে হায়!
তব সে ফুলে যাবে কি ভুলে
যে ভালোবাসা বাসিলে?