Boshe Achhi Istishanay lyrics

  Boshe Achhi Istishanay lyrics by Anjan Dutt

Title:Boshe Achhi Istishanay
Anjan Dutt

 
বসে আছি ইস্টিশনেতে
লেবু লজেন্স এর শিশিটা
হাতে
বোকা কোকিলটার গকা
শুকিয়ে কাঠ
গাড়ি আজ লেটে দৌড়চ্ছে
বাড়ি ছেড়েছি ডিসেম্বর
মাসে
পালাতে হয়নি দাদা
তাড়িয়েছে
ফিরতে হলে আড়াইশ টাকা
দিতে হবে মাসের শেষে
 
অঙ্কতে ৮০ পেয়েছিলাম
একবার
মা ভেবেছিল হব
ইঞ্জিনিয়ার
বাবা কিছুই ভাবতে
পাড়েনি
বাবা, ছিলনাযে আমার!!!
 
কালো ঘড়বাড়ি শনশন যায়
চলে
ট্রেনের দোলাতে রোজ
দুপুরে
মায়ের কোলের সেই দোলাটা
যায় মনে পড়ে যায় আমার
 
পু ঝিকঝিক করে যখন রাত
আসে,
চাঁদটা মনে হয়
এলুমিনিয়াম এর
কারখানার ঐ কালো ধোঁয়া
টা
কেন যে আমায় কাঁদায়
 
দাদা একটা মিনি হবে কি
একটাও লেবু হয় নি
বিক্কিরি
গতকালের পনেরো টাকা
থেকে,
চেকারকে দিতে হবে দশ!
 
একবারর ভেবেছিলাম এই
গলাটা
যায় যদি যাক, ট্রেনের
তলাতে
তবি ঐ এলুমিনিয়াম এর
চাঁদ
দেয় নি পালাতে আমায়
একটু আগে কড়ি আর শিবু
দম দিতে বলল বোম বোম
শঙ্করে
মাথাটা তাই কেমন ঝিমঝিম
করছে
গলাটা শুকিয়ে কাঠ!!
দাদা একটা মিনি হবে কি
একটাও লেবু হয় নি
বিক্কিরি
গতকালের পনেরো টাকা
থেকে,
চেকারকে দিতে হবে দশ!
বসে আছি ইস্টিশনেতে
লেবু লজেন্স এর শিশিটা
হাতে
বোকা কোকিলটার গকা
শুকিয়ে কাঠ
গাড়ি আজ লেটে দৌড়চ্ছে
বাড়ি ছেড়েছি ডিসেম্বর
মাসে
পালাতে হয়নি দাদা
তাড়িয়েছে
ফিরতে হলে আড়াইশ টাকা
দিতে হবে মাসের শেষে
 
অঙ্কতে ৮০ পেয়েছিলাম
একবার
মা ভেবেছিল হব
ইঞ্জিনিয়ার
বাবা কিছুই ভাবতে
পাড়েনি
বাবা, ছিলনাযে আমার!!!
বসে আছি ইস্টিশনেতে,
বসে আছি ইস্টিশনেতে,
বাড়ি ছেড়েছি ডিসেম্বর
মাসে

 

Leave a Comment