Bondhu Tomar Pother Sathi Ke Lyrics
by Srikanto Acharya
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও।
খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন
হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ,
স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও।
সমুখে রয়েছে পথ চলে যাও, চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও, ফেলে যাও।
আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত
কোনদিন ভুলে ছেড়ো নাকো তুমি এই হাত
ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও।
ভুলো না তারে ডেকে নিতে তুমি,
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও।
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও লিরিক্স :
Bondhu tomar pother sathi ke chine nio
Moner majhete chirodin take deke nio
Bhulo na taare deke nite tumi
Khushir kheyale paal tule jeo chirodin
Hasi aar gaane shodh kore jeo joto reen
Smritir potete joto betha ache bhule jeo
Song : Bondhu Tomar Pother Sathi Ke
Singer : Srikanto Acharya
Originaly Sung by : Hemanta Mukherjee
Lyricist : Mukul Datta
Bondhu Tomar Pother Sathi Ke Song Lyrics In Bengali :
Similar Posts:
- Maa Go Bhabna Keno Lyrics || মা গো ভাবনা কেন লিরিক্স
- Pothe Ebar Namo Sathi Lyrics || পথে এবার নামো সাথী লিরিক্স – হেমন্ত মুখোপাধ্যায় :
- Ei Meghla Dine Ekla Lyrics || এই মেঘলা দিনে একলা লিরিক্স
- Ei Baluka Belay Ami Likhechinu Lyrics || এই বালুকা বেলায় আমি লিখেছিনু লিরিক্স
- Har Mana Har Porabo Tomar Gole Lyrics
- Ki Gabo Ami Ki Shunabo Lyrics || কী গাবো আমি, কী শুনাবো লিরিক্স,
- Raag Je Tomar Misti Lyrics || রাগ যে তোমার মিষ্টি লিরিক্স
- Raag Je Tomar Misti Lyrics || রাগ যে তোমার মিষ্টি লিরিক্স
- Khirki Theke Singhaduar Lyrics || খিড়কি থেকে সিংহদুয়ার লিরিক্স
- Koto Din Pore Ele Lyrics || কতদিন পরে এলে লিরিক্স