বন্ধু বিফলে গেল নব যৌবন লিরিক্স | bondhu bifole gale lyrics

বন্ধু বিফলে গেল নব যৌবন লিরিক্স

bondhu bifole gale lyrics

বন্ধু বিফলে গেল নব যৌবন।

যৌবন বেলায় না পেয়ে তোমায়

কাঁদিছে সদায় অবলার মন।।

আগে করেছিলে প্রেম দিয়া প্রতিশ্রুতি

ভুলবে না আমায় রবে চিরসাথী

থাকিবে সঙ্গে, দুজনে রঙ্গে, প্রেম তরঙ্গে হবে মিলন।।

আমার সর্বস্ব নিয়া সাজালে ভিখারী

তবু কেন দেখা পাই না তোমারী।

তুই বড় চতুর, ওরে মনচোর

নিশী করে ভোর, হইলে গোপন।।

পতিত পাবন তুই নাম তব দয়াল

তব আশায় উকিলে সেজেছি কাঙাল

পাই যেন দেখা হে জাল্লেজালাল

যেদিন দেহ মোর হবে পতন।।

বন্ধু যদি হইত বাতাস

বন্ধু যদি হইত বাতাস

সর্বদায় লাগিত অঙ্গে, পুরিত মনের বিলাস ।।

হইত যদি সোনা রূপা, বানাই কর্ণচাঁপা গো

কানে দিয়া সোনার গয়না, সুখে থাকতাম বারমাস ।।

হইত যদি আধা রাত্রি, আমি হইতাম মোমের বাতি গো

ধরিয়া উজ্জল জ্যোতি , আঁধারে করতাম প্রকাশ ।।

বন্ধু যদি হইত কবর, দুর্বিন শাহ বান্ধিত ঘর গো

বন্ধু যদি হইত কাফন, আমি হইতাম মরা লাশ ।।

বন্ধু যদি হইতো নদীর জল

বন্ধু যদি হইতো নদীর জল,

আমার, বন্ধু যদি হইতো নদীর জল,

পিপাসাতে পান করিয়া,

পুড়া প্রান করতাম শীতল

যাইতাম ঘাটে কলসী লইয়া

আমি মীন হইয়া থাকতাম মিশিয়া

আমি আনন্দে সাতার কাটিয়া

মধ্য গাঙ্গে হইতাম তল

বন্ধু যদি হইত গো বাঁশী

আমি হইতাম কালো শশী

আমি তমালের ডালে বসি

বন্ধুর গানের গাইতাম গজল

সময় আমার নাই গো বেশি

আমার বন্ধু যদি হইত রশি গো

গলাতে লাগাইতাম ফাঁসি

বলে দূরবীন শাহ পাগল

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি | bokulful bojulful lurics

Leave a Comment