Title:Bondho Janala
Band:Shironamhin
Bondho Janala lyrics
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদে ভেজা দগ্ধ দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে
একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর
সারা বেলা বন্ধ জানালা
যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়
যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা
যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়
সারা বেলা বন্ধ জানালা
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদে ভেজা দগ্ধ দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে
একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর
সারা বেলা বন্ধ জানালা
Similar Posts:
- Ei Obelay Lyrics
- Janala lyrics
- সবকটা জানালা খুলে দাওনা লিরিক্স Sobkoyta janala kulre dawna lyrics
- রোদ ক্যানভাস লিরিক্স – শিরোনামহীন(Rod Kanvas lyrics) Shironamhin)
- Barud Shomudro lyrics
- Amar Janala song lyrics
- E Raat E Lyrics
- Cafeteria Periye lyrics
- khule Dao Hridoyer Bondho Duar Lyrics, খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার গজল লিরিক্স
- Amar dokkhin khola janala lyrics