Biday Bondhu lyrics

Title:Biday Bondhu
Band:Vikings
বহু দেরিতে দেখা হল বন্ধু
শুরুতেই জানি শেষ কখন
বহি দেরি নয় বিদায়ের বন্ধু
প্রস্তুতি তাই শেষ যখন
বহু পথ মোরা হেটেছি বন্ধু
সময় যদিও উল্কার বেগে
বহুক্ষন আড্ডায় বন্ধু
বিদায় তবুও অতৃপ্ত থাকে
বহু ভালবাসা মিলেছে বন্ধু
তোর সিরে আমার গান
বহু ভাললাগা মিশেছে বন্ধু
তবু ভুল করে অবুঝ প্রাণ
এই বিদায়ের পথে কোন স্মৃতি খুজিস না
কষ্ট জড়িয়ে তাতে
আমি তোর স্মৃতি নিয়ে আবার পথিক হব
তোর সে বিদায় রাতে
দূরে যেতে হয় বলে যাওয়া
ধীরে সরে যাব এখনি
হঠাৎ চলে যেতে বেশি কষ্ট হয়
বিদায় যখন
কিছু ছোটখাট নাঁ দিয়ে
আমি অভিযোগ পা নিয়ে
অভিমানি তোকে একা রেখে
ধীরে সরে যাব এখন
আজ নিরূপায় আমি বন্ধু
তুই জানিস শেষ যখন
বহু দেরিতে দেখা হল বন্ধু
শূরুতেই জানি শেষ কখন।

Leave a Comment