Bekheyali Station Road lyrics by Ashes

 

Bekheyali Station Road

(বেখেয়ালি স্টেশন রোড)

শিরোনামঃ বেখেয়ালি স্টেশন রোড
কন্ঠঃ জুনায়েদ ইভান
ব্যান্ডঃ অ্যাশেজ
অ্যালবামঃ ছারপোকা

সত্য করে জানি পাব না তো
মিথ্যেটা হোক তবে ভাল
মিছেমিছি কপালে হাত
কেন তুমি আকাশ দেখাও

আমার এ মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে

মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম নির্দোষ
চোখ কেন;
ধরেনা উড়ানো ঘুড়ি

মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম কিছুক্ষণ
চোখ কেন;
ধরেনা উড়ানো ঘুড়ি

 

Leave a Comment