Barabari LYRIC

Barabari LYRIC

আমার ভেতরে আছো তুমি

আর তোমার ভেতরে আমি

চলোনা দুজন কিছু না ভেবে

অজানার পথে নামি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি

ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি

ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি

ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

দু:খের ভেতরে তুমি সুখী

আর সুখের ভেতরে দু:খী

দুচোখ বুজে চলোনা এবার

নিয়ে ফেলি ঝুঁকি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি

ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি

ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি

ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

কেনো মানবো বল এ শাসন

কেনো মানবো বারণ, অকারণ

আমরা যে হয়েছি দুজনে শুধু

 Barabari LYRIC

দুজনার এখন…

চলো হাতটা ধরি, আর না ছাড়ি

ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি

ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি

ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

ও আমার স্পর্শে থাকো তুমি,

তোমার স্পর্শে আমি

কাছাকাছি থাকার চেয়ে

আর কি আছে দামি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি

ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি

ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি

Barabari LYRIC,Join Our Facebook Page

Barabari LYRIC,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

আমার ভেতরে আছো তুমি লিরিক্স,

আর তোমার ভেতরে আমি লিরিক্স,

চলোনা দুজন কিছু না ভেবে লিরিক্স,

অজানার পথে নামি লিরিক্স,

ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি লিরিক্স,

Leave a Comment