Title:Banglar Mukh
Band:Joler Gaan
তোমার স্বপ্ন বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর
পক্ষীকুলের মাতা তুমি তর্কে বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর
তোমার পদচিহ্ন নদীর বাঁকে গাছের ডালে ডালে
মাতৃরূপে লালন করো পালন এলেবেলে
তোমার পদচিহ্ন নদীর বাঁকে গাছের ডালে ডালে
মাতৃরূপে লালন করো পালন এলেবেলে
তোমার বিছিয়ে দেয়া আঁচল জুড়ে আনন্দ ভরপুর
তোমার স্বপ্ন বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর
তোমার চক্ষু ভরা সবুজ শস্য বক্ষে লাল আশা
তুমি পক্ষীকুলের মাতা ওগো নদীর বাঁকে বাসা
তোমার চক্ষু ভরা সবুজ শস্য বক্ষে লাল আশা
তুমি পক্ষীকুলের মাতা ওগো নদীর বাঁকে বাসা
তুমি শাখে শাখে কচি পাতায় আবির রাঙ্গা ভোর
তোমার স্বপ্ন বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর
পক্ষীকুলের মাতা তুমি তর্কে বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর
তোমার স্বপ্ন বহুদূর