Title:Baje Chele
Band:Popeye
Band:Popeye
Baje Chele lyrics
এক বৃষ্টি পড়ার দিন দেখি বাইরে তাকিয়ে
এক যৌবতী মেয়ে ভিজে লাল শাড়িতে
হঠাৎ এসে বাতাস তার আঁচল কাড়ে
বেলাজ দু’চোখ আমার ওখানে জব্দ হয়ে
হরে কৃষ্ণ হরে রাম, এ কি দেখলাম!
হরে কৃষ্ণ হরে রাম, বাজে ছেলে বদনাম!
এক thirty first রাতে, এক ডিস্কো ক্লাবে
ইশারায় এক মেয়ে নিয়ে গেল ঘরে
কি ঝড় গেলো রুম ৬০৪-এ!
ঘুম থেকে উঠে এক সিগারেট হাতে
হরে কৃষ্ণ হরে রাম (হরে কৃষ্ণ হরে রাম)
এ কি করলাম! (এ কি করলাম!)
হরে কৃষ্ণ হরে রাম (হরে কৃষ্ণ হরে রাম)
বাজে ছেলে বদনাম!
হরে কৃষ্ণ হরে রাম, এ কি দেখলাম!
হরে কৃষ্ণ হরে রাম, বাজে ছেলে বদনাম!
আগুন জ্বালানো রূপ
পাগল করানো move
হবে ভালো কিভাবে ছেলের character-এর?
পায় যদি আরও সুযোগ one night stand-এর
হরে কৃষ্ণ হরে রাম, সিডাকটেশন!
হরে কৃষ্ণ হরে রাম, বাজে ছেলে বদনাম!
হরে কৃষ্ণ হরে রাম, এ কি করলাম!
হরে কৃষ্ণ হরে রাম, বাজে ছেলে বদনাম!
বাজে ছেলে বদনাম!
বাজে ছেলে বদনাম!
বাজে ছেলে বদনাম!