আইল আজি বসন্ত মরি মরি লিরিক্স | Aylo aje bosonto mari lyrics

আইল আজি বসন্ত মরি মরি লিরিক্স

Aylo aje bosonto mari lyrics

আইল আজি বসন্ত মরি মরি,

কুসুমে রঞ্জিত কুঞ্জ মঞ্জরী।

অলি আনন্দিত নাচে গুঞ্জরি,

পিক পুলকিত গাহে কুহরি।।

নৃত্য করে কত বাল বালিকা,

কন্ঠে শোভে নব কুন্দ মালিকা;

আনিছে সুন্দরী শূন্য গাগরি,

সুখে লহে প্রেমবারি ভরি ভরি।।

নৈসর্গিক (বসন্ত)

মধুকালে এল হোলি-মধুর হোলি।

রঙের খেলা, রঙের মেলা, যেথা দেখি আঁখি মেলি।

বসন্ত-সনে বিবিধ বরণে

বনে বনে আজি হোলি।

বিহগ পতঙ্গ রাঙি নিজ অঙ্গ

রঙে করে হোলি কেলি।

ফাগ-থালা হাতে ফাগুন প্রভাতে

খেলে ভানু ফাগ খেলা।

ছাড়ি রঙের ঝারি, রঙি সাঁঝের শাড়ি

পালাল কিরণমালী

গ্রহতারাগণে হানে গগনে

কিরণের পিচকারী;

দেখো, দোলের শশী পীতে রঙিল নিশি

উজ্জল জোছনা ঢালি।

দোলে নানা ছন্দে, রঙিন আনন্দে,

নন্দদুলালের দোলা।

নরনারীকুল রঙেতে আকুল-

পথে ঘাটে আজি হোলি।।

Leave a Comment