Anondoer Bazar Lyrics

Anondoer Bazar Lyrics by Lalon Band

Lalon Band is a rock, Bengali folk music band.

 

The band was formed in Khulna in 2001.

 

Members:

 

Nigar Sultana Sumi

 

Julkar Naim Ratul

 

Rafi Islam

 

Ashraf Ahmed Turjo

 

Thein Han Maung Titi

 

 

Anondoer Bazar Lyrics by Lalon Band

Title:Anondoer Bazar 
Band:Lalon Band
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম
রবে না, রবে না রে
চলো যাই আনন্দের বাজারে
চলো যাই আনন্দের বাজারে
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম
রবে না, রবে না রে
চলো যাই আনন্দের বাজারে
চলো যাই আনন্দের বাজারে
সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা
সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা
প্রেমের গতি বিপরীতে সকলে জানে না
প্রেমের গতি বিপরীতে সকলে জানে না
সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা
অন্য বেচাকেনা নাইরে
চলো যাই আনন্দের বাজারে
চলো যাই আনন্দের বাজারে
সহস্র রাগের করণ বাঁকা শ্যাম করলো ধারণ
হইলো গৌর বরণ রাধের প্রেম সাধনে
সহস্র রাগের করণ বাঁকা শ্যাম করলো ধারণ
হইলো গৌর বরণ রাধের প্রেম সাধনে
আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে
আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে
সে নিহেতু প্রেম অধর ধরা লালন কয় যেতে পারে
চলো যাই আনন্দের বাজারে
চলো যাই আনন্দের বাজারে
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম
রবে না, রবে না রে
চলো যাই আনন্দের বাজারে
চলো যাই আনন্দের বাজারে
চলো যাই আনন্দের বাজারে
চলো যাই আনন্দের বাজারে

Leave a Comment