Andhakara maya dhare | অন্ধকারে মায়া ধরে বেড়াস

অন্ধকারে মায়া ধরে বেড়াস কেন ঘুরে ঘুরে

Andhakara maya dhare

অন্ধকারে মায়া ধরে বেড়াস কেন ঘুরে ঘুরে

অন্ধকারে মায়া ধরে বেড়াস কেন ঘুরে ঘুরে

জীবন প্ৰদীপ কখন নিভে যায় ফস কইরে।

দু’দিন পরে দেখবিরে নিশ্চয়

জীবন প্ৰদীপ নিভে যাবে

যাবে সমুদয়

আসবে যেদিন কালের ঝটকা

আটকাবি কি প্রকারে।।

জীবন প্ৰদীপ নিভে যাবে ফস কইরে।

আর দু’দিন পরে দেখবিরে নিশ্চয়

জীবন প্ৰদীপ নিভে যাবে

যাবে সমুদয়

এখন থাকতে আলা

নিয়েই বেলা

আসল কাজ তুই নে সেরে।

জীবন প্ৰদীপ নিভে যাবে ফস কইরে।

ওগো সাঁই আরাফাত শাহ কয়

জামালরে তুই

মরলি রে তুই কেবল ঘুরে ঘুরে

জীবন প্ৰদীপ নিভে যাবে ফস কইরে।

———–

জামাল শাহ

অপূর্ব কাহিনী মদিনা সুবর্ণের কারখানা

অপূর্ব কাহিনী মদিনা সুবর্ণের কারখানা

সুবৰ্ণে জড়িত পুরী সুবর্ণের অংগিনা।

মদিনার নিবাসী লোক পুরুষ কি জাননা

স্থানে স্থানে আরম্ভিল ইল্লাল্লাহু জপনা।

মিথ্যুকে না আছে লোক নিবাসিত মদিনা

কুকৰ্মেতে মতি নাই সত্যকর্মে ভাবনা।

পাছান পাছেতে কেহ করিতেছে সাধনা।

তাহলিল তাকরিয়ো হয় প্ৰেমভাবে দেওয়ানা।

শিতালং ফকিরে কয় না পুরিল কল্পনা

রওজা মোবারক মোর জিয়ারত হইল না

Leave a Comment