আমি তোমার ধরব না হাত লিরিক্স
Ami tomr dorbo na hat lyrics
আমি তোমার ধরব না হাত,
নাথ, তুমি আমায় ধরো।।
যারা আমায় টানে পিছে
তারা আমা হতেও বড়ো।।
শক্ত করে ধরো হে নাথ,
শক্ত করে আমায় ধরো।।
যদি কভু পালিয়ে আসি
তারা কেমন করে বাজায় বাঁশি।
বাজাও তোমার মোহন বীণা
আরো মনোহর।
তাদের চেয়েও মধুর সুরে
বাজাও মনোহর।।