Ami Moria Pai Jodi Shyamer Ranga Choron Lyrics
আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ লিরিক্স
হাছন রাজা
আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ
(আরে) তবে সে রঙ্গিনী রাধার সাফল্য জীবন
মরিয়া মরিয়া যদি, শ্যামের লাগাল পাই

রাঙ্গা চরণে ধরি জনম গোওয়াই
ছাড়াইলে না ছাড়িমু, ধরিমু চরণ
যাহা করে জগন্নাথ, জগত্ মোহন
হাছন রাজায় বলে জান যাইবে যখন