Ami ke chinbi jala gore bathi | আমি কে চিনবি যদি জ্বাল ঘরে জ্ঞানের বাতি

Ami ke chinbi jala gore bathi

রাধারমণ দত্ত

আমি কে চিনবি যদি জ্বাল ঘরে জ্ঞানের বাতি

আমি কে চিনবি যদি জ্বাল ঘরে জ্ঞানের বাতি।

ঘরে আলো হবে আঁধার যাবে, দেখবি স্পষ্ট স্বরূপ জ্যোতি।।

ব্যঞ্জনবর্ণ দেহের মাঝে, স্বরবর্ণ কে বিরাজে।

একই পরমাতা এই যে এই দেহে স্থিতি

আমি ভিন্ন নাই আর অন্য, আমি ভিন্ন নাই রে গতি।

ভেবে দেখ সোহং সত্য, মাঝেতে অহংও সত্য।

জীবাত্মা পরমাত্মা অভেদ জ্ঞানে ব্ৰহ্ম প্ৰাপ্তি।।

সহস্র দলের ‘পর পূর্ণ ব্ৰহ্ম পরাৎপর।

স্বয়ং আমি আমার, হের কেন অন্যমতি।।

মনসুর কয়, আদ্য চন্দ্ৰ-বিন্দু আমি যুক্ত রাই দিবারাতি।

———-

Leave a Comment