Amar Mote Lyrics

Amar Mote Lyrics

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে এলাম

আমার মতে তোর মতন কেউ নেই ।

কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম,

আমার মতে তোর মতন কেউ নেই ।

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য

যতটা লুকিয়ে কবিতায়

তারও বেশি ধরা পড়ে যায় ।

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,

কষতে বারণ ছিল তাই,

কিছুই বোঝা গেল না প্রায়।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

—————————

শিরোনামঃ আমার মতে (মহিলা কন্ঠ)

কন্ঠঃ লোপামুদ্রা মিত্র

কথাঃ অনুপম রয়

সুরঃ অনুপম রয়

মুভিঃ হেমলক সোসাইটি

কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই

আমার মতে তোর মতন কেউ নেই ।

কতবার তোর কাঁচা আলাওয় ভিজে গান শোনাই,

আমার মতে তোর মতন কেউ নেই ।

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,

Mon Ja Bole Boluk  Lyrics,

হয়ত নদীর কোন বেগ,

রাখতে পারিনি অবশেষ।

অথবা আমার সব হাতগুলো ছারবার

পরেও খেলেছি এক দান,

বুঝিনি কিসের এত টান।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য

যতটা লুকিয়ে কবিতায়

তারও বেশি ধরা পড়ে যায় ।

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,

কষতে বারণ ছিল তাই,

কিছুই বোঝা গেল না প্রায়।

Amar Mote Lyrics,Join Our Facebook Page

Amar Mote Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে এলাম লিরিক্স,

আমার মতে তোর মতন কেউ নেই লিরিক্স,

কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম লিরিক্স,

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া লিরিক্স,

Leave a Comment