Amar dokkhin khola janala lyrics

Title:Amar dokkhin khola janala
Band:Moheener Ghoraguli

Amar dokkhin khola janala lyrics

আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায়
খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায়
খোলা জানলায়
খোলা জানলায় উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয়ে ভালোবাসা
খোলা জানলায় উদার বন্ধু বাতাস
জড়ায় মায়ায় ভালো লাগায়
আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি সত্ত্বায়
কাঁপে দারুণ, বাড়ে বয়স
আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি সত্ত্বায়
কাঁপে দারুণ, বাড়ে বয়স
তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
যা কিছু প্রিয় ভালো লাগা
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
যা কিছু প্রিয় ভালো লাগা
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায়

Leave a Comment