Alo Alo Lyrics | আলো আলো লিরিক্স

Alo Alo Lyrics,

আলো আলো লিরিক্স,

আলো- তাহসান ( Alo – Tahsan),

তুমি আর তো কারো লিরিক্স

তুমি আর তো কারো নও শুধু আমার

যত দূরে সরে যাও রবে আমার

স্তব্ধ সময়টাকে ধরে রেখে,

স্মৃতির পাতায় শুধু

তুমি আমার

কেন আজ এত একা আমি ?

আলো হয়ে দূরে তুমি !

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না,,,,,,,,,

রুমন্থন করি ফেলে আসা

দৃশ্যপট স্বপ্নে আঁকা

লুকিয়ে তুমি কোন সূদূরে

হয়ত ভবিষ্যতরে আড়ালে

ঘাসের চাদরে শুয়ে একা

আকাশের পানে চেয়ে জেগে থাকা

তবে আজ এত একা কেন ?

আলো হয়ে দূরে তুমি

পুনর্জন্ম লিরিক্স, Punor Jonmo song lyrics, জন্ম মৃত্যুর আর্বতনে পুনরজন্ম হবে

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না………

 

তুমি আর তো কারো নও লিরিক্স,
প্রেমাতাল লিরিক্স,

চাঁদের আলো লিরিক্স,
তাহসানের আলো গানের লিরিক্স,
আলো আমার আলো লিরিক্স,
আলো ওয়ারফেজ লিরিক্স,
আলো আলো গান,
আলো আলো তাহসান,

Leave a Comment