Ajike Ei Shokal Belate Lyrics 

Ajike Ei Shokal Belate Lyrics 

আজিকে এই সকালবেলাতে

বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে।।

আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে,

বাতাস মাতে আলোছায়ায় মায়ার খেলাতে।।

নীলিমা এই নিলীন হল আমার চেতনায়।

সোনার আভা জড়িয়ে গেল মনের কামনায়।

Ajike Ei Shokal Belate Lyrics,

লোকান্তরের ও পার হতে কে উদাসী বায়ুর স্রোতে।।

Ajike Ei Shokal Belate Lyrics,Join Our Facebook Page

Ajike Ei Shokal Belate Lyrics, Aj Dokhin Batase Lyrics

আজিকে এই সকালবেলাতে লিরিক্স,

বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে লিরিক্স,

আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে লিরিক্স,

ভেসে বেড়ায় দিগন্তে ওই মেঘের ভেলাতে লিরিক্স,

Leave a Comment