Aji Bosonto Jagroto Lyrics

Aji Bosonto Jagroto Lyrics

আজি বসন্ত জাগ্রত দ্বারে।

তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে

কোরো না বিড়ম্বিত তারে।।

আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,

আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো,

এই সঙ্গীতমুখরিত গগনে

তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।

এই বাহির-ভুবনে দিশা হারায়ে

দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।।

একি নিবিড় বেদনা বনমাঝে

আজি পল্লবে পল্লবে বাজে-

দূরে গগনে কাহার পথ চাহিয়া

আজি ব্যাকুল বসুন্ধরা সাজে।

Aji Bosonto Jagroto Lyrics,

মোর পরানে দখিনবায়ু লাগিছে,

কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে-

এই সৌরভবিহ্বল রজনী

কার চরণে ধরণীতলে জাগিছে।

ওহে সুন্দর, বল্লভ, কান্ত,

Aji Bosonto Jagroto Lyrics,Join Our Facebook Page

Aji Bosonto Jagroto Lyrics,Tui To Amar Sob Lyrics

আজি বসন্ত জাগ্রত দ্বারে লিরিক্স,

তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে লিরিক্স,

কোরো না বিড়ম্বিত তারে লিরিক্স,
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো লিরিক্স,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো লিরিক্স,

তব গম্ভীর আহ্বান কারে লিরিক্স,

Leave a Comment