Aj Taray Taray Dipto Lyeics
আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে
নিদ্রাবিহীন গগনতলে।।
ওই আলোক-মাতাল স্বর্গসভার মহাঙ্গন,
হোথায় ছিল কোন্ যুগে মোর নিমন্ত্রণ-
আমার লাগল না মন লাগল না,
তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চ’লে
নিদ্রাবিহীন গগনতলে।।
হেথা মন্দমধুর কানাকানি জলে স্হলে
শ্যামল মাটির ধরাতলে।
হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন,
বনের পথে আঁধার-আলোয় আলিঙ্গন-
আমার লাগল রে মন লাগল রে,
তাই এইখানেতেই দিন কাটে এই খেলার ছলে
Aj Taray Taray Dipto Lyeics,
আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে লিরিক্স,
নিদ্রাবিহীন গগনতলে লিরিক্স,
ওই আলোক-মাতাল স্বর্গসভার মহাঙ্গন,
হোথায় ছিল কোন্ যুগে মোর নিমন্ত্রণ,
শ্যামল মাটির ধরাতলে।।