Abar Shohor lyrics

Title:Abar Shohor
Band:Meghdol

Abar Shohor lyrics

ঘুরেফিরে গান
তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
আবার শহর
ঘুরেফিরে গান
তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ঘুরেফিরে
ঘুরে ঘুরে
ঘুরেফিরে
ঘুরেফিরে গান
তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ভাবি শুধু ভাবনার এপিঠ-ওপিঠ, ভাবনাই শেষ
অকারনে, তোমার মুখটাই যেন কবিতার রেশ
শহরের বুকে বৃষ্টি জমাট, বৃষ্টিও চোখে
ঘুরে ঘুরে শহরজুড়ে ফিরে আসি শেষে
ঘুরেফিরে গান
তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ভাবি শুধু সূর্যই তুমি, তোমার সূর্যই শেষ
অকারনে সেই আলোই যেন বিষাদেরই রেশ
শহরের ছাদে মেঘ অবিরাম
রোদটাও পড়ে মুখে
ঘুরে ঘুরে শহরজুড়ে ফিরে আসি শেষে
ঘুরেফিরে গান
তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
আবার শহর
ঘুরেফিরে গান
তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ঘুরেফিরে
ঘুরে ঘুরে
ঘুরে

Leave a Comment