Title:Aayna
Band:Joler Gaan
আয়না আয়না এখানে তুমি আমি
আয়না আয়না এখানে তুমি আমি
প্রথমবার পরিচয়— এবার কাহিনী
আয়না আয়না এখানে তুমি আমি
প্রথমবার পরিচয়— এবার কাহিনী
নিঃশূন্য পৃথিবী একা বসে আঁকি একলার ছবি
নিঃশূন্য পৃথিবী একা বসে আঁকি একলার ছবি
আয়, আয়, আয় আয় চাঁদ—
জোছনা আলোয় মাখা আঁধার কালো রাত
আয়, আয়, আয় আয় চাঁদ—
জোছনা আলোয় ভেজা আঁধার কালো রাত
আয়, আয়, আয় আয় চাঁদ—
চন্দনী আলোয় মাতুক আঁধার কালো রাত
আয়না আয়না হরেক রঙের বায়না—
এটা চাইতো ওটা চাইনা
কোনটা যে ঠিক তাও বুঝিনা
মনের ভেতর উড়াল পাখি
গান গায় নাকি শুধু কান্না
আয়না আয়না হরেক রঙের বায়না—
এটা চাইতো ওটা চাইনা
কোনটা যে ঠিক তাও বুঝিনা
মনের ভেতর উড়াল পাখি
গান গায় নাকি শুধু কান্না
আয়, আয়, আয় আয় চাঁদ—
জোছনা আলোয় মাখা আঁধার কালো রাত
আয়, আয়, আয় আয় চাঁদ—
জোছনা আলোয় ভেজা আঁধার কালো রাত
আয়, আয়, আয় আয় চাঁদ—
চন্দনী আলোয় মাতুক আঁধার কালো রাত