Aabaro Elomelo Lyrics

Aabaro Elomelo Lyrics

Title:Aabaro Elomelo
Band:LRB
মৃদু আলো ডিম লাইটে
কেউ নেই আশে পাশে
জীবনের পুঁজি ক্ষয় করে
সময় বয়ে চলেছে, নিমিষে
জলচর প্রাণীর মতো
আলো পোহাচ্ছে
আমার একাকিত্ত
থেমে আসা বৃষ্টির
ফোটার মতো ঝরছে
আমার এই মুহূর্ত
কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি।
এখন আমি স্বপ্নের পথে হাঁটছি
যেন মাকড়সার মতো
এই পথ যেন আমার
কত পরিচিত।
আঁধার অনেক আঁধার চারিপাশে
মন বলে তুমি আছো
ডাকলেই সাড়া দেবে তুমি
আঁধারকে করে দেবে আলোময়।
প্রতীক্ষা আর ব্যাকুলতাকে
করেছে উপহাস
তোমার নীরবতা।
তবুও তোমাকেই ডেকেছি আমি
আঁধারে চিৎকার করে।
ঘুম ভেঙ্গে গেলো
স্বপ্নটা কেনো এলো
ভুলে থাকা হলো
আবারো এলোমেলো

 

Leave a Comment