আমার গানের স্বরলিপি লেখা রবে– হেমন্ত মুখোপাধ্যায়
(amar gaaner sworolipi lekha robe– Hemanta Mukhopadhyay)
আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
পান্থপাখির কূজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে-
তবু, আমার গানের স্বরলিপি লেখা রবে
অশথের ছায়ে মাঠের প্রান্তে দূরে
রাখালী বাঁশির বেজে বেজে ওঠা সুরে
আমার এ গান খুঁজো তুমি তারি মীরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
ঝরা পাতাদের মর্মর ধ্বণি মাঝে
কান পেতে শুনো অশ্রুত সুরে
মোর এই গান বাজে
পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
আমার এ গান খুঁজো তুমি তারই মীরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু, আমার গানের স্বরলিপি লেখা রবে