Kate na somoy jokhon ar kichute Lyrics || আয় খুকু আয় আয় খুকু আয় লিরিক্স

কাটে না সময় যখন আর কিছুতে- হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার

(Kate na somoy jokhon ar kichute- Hemanta Mukhopadhyay & Shrabanti Majumder)


কাটে না সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসে না
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলে না
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়

 


আয় রে আমার কাছে আয় মামণি

নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভাল লাগবে না তোর
পিয়ানোয় বসে তুই বাজাবি রে
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়


সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলত আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়


আয় রে আমার কাছে আয় এখনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নে না তুই আমায় কেড়ে
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়

দোকানে যখন আসি সাজব বলে
খোঁপাটা বেঁধে নিই ঠান্ডা হাওয়ায়
আরশিতে যখনই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়

আয় রে আমার কাছে আয় মামণি

সবার আগে আমি দেখি তোকে
দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়


ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়


আয় রে আমার পাশে আয় মামণি

এ হাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়

aye kkuu lyrics

Leave a Comment