Kalo Projapoti Lyrics
কালো প্রজাপতি গানের লিরিক্স
সামাজিক ব্যবধান ঘুর্ণিপাকের মাঝে
জীবনের সাথে রোজ লড়ি
কালো প্রজাপতি হয়ে
কালো ডানা মেলে আমি তোমাদের আকাশে উড়ি
সামাজিক ব্যবধান ঘুর্ণিপাকের মাঝে
জীবনের সাথে রোজ লড়ি
কালো প্রজাপতি হয়ে
কালো ডানা মেলে আমি তোমাদের আকাশে উড়ি
বয়স তখন থেইক্কা শুরু
যখন ক্ষুধার জ্বালা বুঝি
আমি রাস্তায় হইছি বড়
কখনো খাইনি সাদা সুজি
আমি খুঁজি আমার রুচি
এইটা ভিন্ন একটা জগৎ
এখানে বাকির নাম ফাঁকি
যা হইবো সব নগদ
যখন প্যাটে দেয় টান
আমি ভুলি কুনডা ভাল
আমি হাটি আমার পথে
আমার চারিদিকে কালো
দিনের আলোয় থাকি ভাল
রাতের অন্ধকারে শুরু
চুরি, ছিনতাই থেকে গুন্ডা
আমি খারাপ কাজের গুরু
মাজায় গোজা থাকে চাক্কু
আমার কোমড়ে দেয় চুমা
আমার চোখে সবাই অপরাধী
করিনা কাওকে ক্ষমা
যখন ক্ষুধা প্যাটে কানছি
তখন শুনছিল কি কেও ?
আমার জীবন এখন তুফানে উঠা
জুয়ার ভাটা ঢেউ
আমি ছুরি দেই টান
দেহ মাটিত লুটাই পড়ে
আমি যা পাই নিয়া যাই
সোজা আমার মায়ের ঘরে
পুলিশ আমার পিছে ঘুরে
হায়, আমি অপরাধী
আলোহীন জগতে আমি কালো প্রজাপতি !
সামাজিক ব্যবধান ঘুর্ণিপাকের মাঝে
জীবনের সাথে রোজ লড়ি
কালো প্রজাপতি হয়ে
কালো ডানা মেলে আমি তোমাদের আকাশে উড়ি
প্যাটের জ্বালা বড় জ্বালা
যারা সয় তারা বুঝে
জ্ঞানী গুণী শুশিল শুধু
নীতি বাক্য খুঁজে, দু’চোখ বুজে
যখন ভাবি আমি দেখি অন্ধকার
আর আমার দুঃখের চারিপাশে জীবন বৃত্তাকার
শুনি গুণী জনের বাণী আহা মিষ্টি লাগে খুব
তবে চাক্কু ধরলেই আব্বা ডাকে গুণী নিশ্চুপ
কথা কইলে দিমু পোচ, হইবো সাড়ে সর্বনাশ
লিখব নয়া শিরোনাম, রাস্তায় পইড়া আছে লাশ
কালো জগতে বসবাস, গলায় ঝুলছে দড়ি ফাস
আমার শব্দ হইছে ছাই, আইছে ঘুর্ণিবাতাস
আমার পায়ের তলা খালি নাই মাথার উপর ছাদ
ঝড় বৃষ্টি আমার দেহের উপর ঝড়ে সারারাত
আমার মাথা থাকে নষ্ট, তাই আমি পথ ভ্রষ্ট
আর বুক ভরা কষ্ট সব বুটের তলায় পিষ্ট
তাই অনিয়মের নিয়ম, আমি আইন মানি নাই
এই নষ্ট মানুষ আমি হতে চাই নাই
সামাজিক ব্যবধান ঘুর্ণিপাকের মাঝে
জীবনের সাথে রোজ লড়ি
কালো প্রজাপতি হয়ে
কালো ডানা মেলে আমি তোমাদের আকাশে উড়ি
সামাজিক ব্যবধান ঘুর্ণিপাকের মাঝে
জীবনের সাথে রোজ লড়ি
কালো প্রজাপতি হয়ে
কালো ডানা মেলে আমি তোমাদের আকাশে উড়ি
কালো প্রজাপতি বাংলা র্যাপ গানের লিরিক্স
তাবিব মাহবুব ও রানা গালিবয়
Samajik Bebodhan Ghurrnipaker Majhe
Jiboner Sathe Roj Loriii
Kalo Projapoti Hoye
Kalo Dana Mele Ami Tomader Akashe Uri
Samajik Bebodhan Ghurrnipaker Majhe
Jiboner Sathe Roj Loriii
Kalo Projapoti Hoye
Kalo Dana Mele Ami Tomader Akashe Uri
Boyos Tokhon Theikka Shuru
Jokhon Khudhar Jwala bujhi
Ami rastai hoichi boro