Jaynamaz Lyrics | জায়নামাজ,
বুকে যাদের জ্বলছে উনুন লিরিক্স
বুকে যাদের জ্বলছে উনুন,একটু দাড়ান বলছি শুনুন,
শেষ রাত্রির প্রহর এলে,সুখ পরশের ঘুমকে ফেলে,প্রভুর নামে জাগুন,
জায়নামাযের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন(২)
মন বাগিচায়,ফুল ফোটে না,প্রাণ বাশরি মরা,
হ্রদয় জমিন,জুড়ে শুধু,চৈতালি সেই খরা (২)
প্রভুর কাছে দুহাত তুলি,পাপ কালিমার বিশাদ ভুলি (২)
আবার আনো পাখি ডাকা পুষ্প ফোটা ফাগুন
জায়নামাযের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন(২)
শেষরাত্রি নামে যখন,আল্লাহ নিজে ডাকেন তখন,ক্ষমা চাওয়ার কেউ কি আছো চাও,
আমার দয়া করুনা কে দুহাত পেতে নাও,
বন্ধু তুমি,এমন সুযোগ,হাতছাড়া কি করবে?
নাকি প্রভুর ভালোবাসায় তুমি,হ্রদয় তোমার ভরবে (২)
জান্নাতী এক আবেশে এসে,দেহ মনে যাবে হেসে হেসে (২)
সেই আবেশে, দেখে পেতে, স্বপ্ন বুকে রাখুন
জায়নামাযের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন(২)
বুকে যাদের জ্বলছে উনুন,একটু দাড়ান বলছি শুনুন,
শেষ রাত্রির প্রহর এলে,সুখ পরশের ঘুমকে ফেলে,প্রভুর নামে জাগুন,
জায়নামাযের অশ্রুগুলো নিভিয়ে দেবে আগুন(৩)