হায়রে পিতলের কলসী লিরিক্স | Hoyre pitoler kolsi lyrics

হায়রে পিতলের কলসী লিরিক্স

Hoyre pitoler kolsi lyrics

হায়রে পিতলের কলসী

তোরে লইয়া যাব যাবুনায়।

যবুনার জল কালো

পিতলের কলসী ভালো

 

 

(আবার) কাপড় দিয়া যৈবন দেখা যায়

লো পিতলের কলসী।

যখন তারে মনে করি

অমনি গলা জড়িয়ে ধরি

(আবার প্রাণের টানে, প্রাণে প্রাণে

প্রাণ মিশায়ে রই

(হায় লো) পিতলের কলসী

তোরে লইয়া যাব যবুনায়।

হবিগঞ্জের জালালী কইতর সুনামগঞ্জের কু্রা

হবিগঞ্জের জালালী কইতর

সুনামগঞ্জের কু্রা

সুরমা নদীর গাংচিল আমি

শূন্যে দিলাম উড়া।।

Alir Kotha Shune Bakul Hase Lyrics || অলির কথা শুনে বকুল হাসে লিরিক্স

শূন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর

ডানা ভাইঙ্গা পড়লাম আমি কৈলত্তার উপর।

তোমরা আমায় চিননি… তোমরা আমায় চিননি

তোমরা আমায় চিন্ছনি।।

হাওরের পানি নাইরে হেথায় নাইরে তাজা মাছ

বিলের বুকে ডানা মেলা, নাইরে হিজল গাছ

বন্ধু নাইরে তাজা মাছ।

তবু নিদহারা নগরের পথে রাইতের দুপুরে

মরমীয়া ভাটিয়ালী আমার গালায় ঝুরে

তোমরা আমায় চিন্ছনি।।

এই সুরে আছেরে বন্ধু অশথ বটের ছায়া

এই সুরে বিছাইয়া দেয়রে শীতল পাটির মায়া

বন্ধু অশথ বটের ছায়া।

এইনা সুরের পালের দোলায়, খুশির হাওয়া বয়

এই সুরের দৌলতে আমি জগৎ করলাম জয়

তোমরা আমায় চিন্ছনি।।

Leave a Comment