6th September lyrics by Black
6th September lyrics
Title:6th SeptemberBand
Band:Black
Band:Black
যদি বলি তুমিই সব তবে মিথ্যে বলা হয়।
তোমাকে আমি কেন চিনতে পারি নি
দু’চোখের আলোয় কখনও ভাসিনি
তবুও তোমার টানে জড়াই এখানে।
আমি এখন মগ্ন আলোকিত আঁধারে
তোমার স্বরূপ বুঝে শিহরিত।
সাদা মেঘে ভেসে ওঠে তোমার ওই মুখ।
দূরে অপসৃয়মাণ ছায়ার মতন তুমি
ক্রমশ যাচ্ছো হারিয়ে কোথায়।
তোমার উষ্ণতার কাছে দাঁড়িয়ে আমি।
আমি এখন মগ্ন আলোকিত আঁধারে
তোমার স্বরূপ বুঝে ক্লান্ত।
তবুও আমি ওই ক্ষুব্ধ চোখে
নিজেকে মৃত ভাবি না।