সে যে আড়ালে থাকে লিরিক্স
Se je arale thake lyrics
সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে
হাত বাড়াইয়া ডাকে তোমায় মধুর সুরে
কে যাবে আয় তোরা মাশুকপুরে।।
তোরা কান পাতিয়া শুনলে না-
বসিয়া কেন ভাবলে না জ্ঞান বিচারে।
তোমরা পড়িয়াছ ভুলে, বন্দী মায়া জালে
একদিন গিয়া কাঁদবে ঘোর আঁধারে।।
পিরিতের আগুনে যারা পুড়ে হইছে আঙ্গারা
তারাই গিয়াছে অমরপুরে।
জিয়নে কি মরণে ভয় নাই কোন স্থানে
দোজখের আগুনেও ডরায় তারে।।
পুড়া জিনিস পুড়ে না, জলে দিলে গলে না
মাটির সঙ্গে মিশে না, কোটি বছরে।
ভাগ্যে থাকলে লেখা, পাইবে বন্ধুর দেখা
উকিল মুনশি রইলো, বোকা এই সংসারে।।
মুর্শিদ তোমার নামের লিরিক্স | Mursid tomer namer lyrics