বাংলাদেশ বাংলাদেশ লিরিক্স

Bangladish bangladish lyrics

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

অস্তাচলে যেখানে দিন শেষ, লাখো প্রাণের রক্তে রাঙা দেশ

নতুন ইতিহাসে পুরানো সেই গল্প ফিরে আসে;

অন্ধ যারা তাদের হাতে ভার, দেশের সব বিধান বাঁচাবার,

মারছে তাই মানুষ বেশুমার।

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

সবাই এসো দাঁড়াও হাতে হাত, মরছে দেখো মানুষ দিনরাত

কিশোরী মা দুচোখ ভেসে যায়, শিশুটি তার ধুকছে অসহায়-

বৃষ্টি আর ভীষণ কলেরায়।

রাতে যখন ঘুমের অবকাশ, পাকসেনারা ছাত্রাবাসে ত্রাশ,

ছড়িয়ে পড়ে ভয়ের জটাজাল স্তদ্ধ হয়ে দাঁড়ায় মহাকাল,

শরীর হীম, বালিশ লালে লাল।

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

রক্ত চাই রক্তদাতা চাই, বেরাতে এই আর্তি শুনো নাই

তরুণ যারা রক্ত দিতে হয় বেদনাহীন সহজ নির্ভয়

দেশ ছাপিয়ে রক্ত নদী বয়।

বাংলা নামের দেশের ইতিহাসে পুরানো সেই গল্প ফিরে আসে

অন্ধ যারা তাদের হাতে ভার, দেশের সব বিধান বাঁচাবার,

মারছে তাই মানুষ বেশুমার।

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

Leave a Comment