Hunkarer Opekkhay Song Lyrics #Artcell
This song dedicated to Bangladesh cricket mentioned album Gorje Utho Bangladesh
Band: Artcell
হুংকারের অপেক্ষায় গানের লিরিক্স – Hunkarer Opekkhay Song Lyrics #Artcell
Lyrics
চেয়ে আছে পৃথিবী জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ করতালির অপেক্ষায়
এই সময় সেই সময় চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!!!
আমার শিরায় জ্বলে আগুন
রুদ্ধশ্বাসে পুড়তে চাই
আমার চোখে ঝড়ো মিছিল
স্লোগানে বদ্ধ উপমায়
দীর্ঘ যুগের জমানো সাধ
জমে আছে আমারি গায়
আমার স্বত্তা চিৎকার করে
জাগবে সারা বিশ্বময়
জেনে দাড়াও জেনে দাড়াও আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও
জেনে দাড়াও বাংলাদেশকে জেনে যাও
উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়
চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নেরা
থমকে তুলুক নীল আকাশ থেকে
গর্জে উঠুক বিজয়ে
জেনে দাড়াও জেনে দাড়াও আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও
জেনে দাড়াও বাংলাদেশকে জেনে যাও
পরাজয়ের ভুল গ্লানিতে
অনেক সময় ডুবেছি
আমার দিকে নির্দেশ করে
অনেক কথাই শুনেছি
আমার দেশে আমার মানুষ
থেমে যেতে আসেনি
সূর্য যখন হাতের মুঠোয়
তোমরা কি তা দেখোনি
চেয়ে আছে পৃথিবী জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ করতালির অপেক্ষায়
এই সময় সেই সময় চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!