দানব লিরিক্স

দানব লিরিক্স

আমার চোখে তাকিয়ে বলতে পারবে না কি হচ্ছে

বলতে পারবে না কি ঘটছে

আমার মাথার ভেতর ঢুকতে চেয় না,

ঘুরতে চেয় না এই গোলক্ধাদায়

শত বছর পেরিয়ে চলছি মুক্তির পথে আমি

রণক্লান্তির আবেশ আমায় এখনো ছুয়ে নি

আবার এখানে

সমঝোতা

আস্তাবলে পরে আছে আমার সোনার বই

সন্নাশিরি মত ধেনে মগ্ন রই

দানব লিরিক্স,

পির পৈগম্বরে ভরা এই দেশ শিখিয়েছে আমার

আল্লাহর নামে কিছু দিয়ে বাকি দাও অন্যের খাতায়

সুস্থ পরিবেশ বলতে কি বোঝো তুমি

কারচুপি করার দিকে তুমি অগ্রগামী

ভাবতে কেমন লাগে তোমার সন্তানের কথা

অন্য ধারায় বর্ণ বিদ্বেষ করাই আসল কাজ

ওদের সাথে হাত মেলাতে করে নত লাজ

আস্তাবলের কনা থেকে বইটা তুলে

লোভে পাপ

পাপে মৃত্যু

লোভে পাপ

মৃত্যুর প্রথম ধাপ

এই মনে ক্লান্তি নেই শক্ত করে গড়া

দানব লিরিক্স,Join Our Facebook Page

দানব লিরিক্স,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

আমার চোখে তাকিয়ে বলতে পারবে না কি হচ্ছে লিরিক্স,

বলতে পারবে না কি ঘটছে লিরিক্স,

আমার মাথার ভেতর ঢুকতে চেয় না লিরিক্স ,

ঘুরতে চেয় না এই গোলক্ধাদায় লিরিক্স,

এই লক্ষে হার নেই, সত্যের ভিত্তি গড়া লিরিক্স,

Leave a Comment