চোখে ধরে ছায়াপথ লিরিক্স, প্রস্থান-২ (বিষাদসিন্ধু)

চোখে ধরে ছায়াপথ লিরিক্স,

প্রস্থান-২ (বিষাদসিন্ধু)

 

চোখে ধরে ছায়াপথ, চেয়ে রবে কতপথ

জানালার শিকে, তোমার চাহনি ফিকে

বিষাদ-সিন্ধু লেখো নীরবে…

বুকে ধরে ভিসুভিয়াস, মিটবে না এই পিয়াস

সূর্য কি ভিজতে পারে সাগরের জলে?

কথন:

কতটা কাতর হতে পারো এই প্রস্থানে?

প্রতীক্ষার শেকড়-প্রোথিত অতলান্তিক অনিশ্চয়তায়,

কতগুলো অপেক্ষার কবর দিলে?

হিমালয়সম-আত্মার আত্মহুতি কি হয় বারান্দার বনসাইয়ে!

ইথারে পেতোনা কান, ফিস্-ফিসানির বান, আস্টেপৃষ্ঠে বাঁধবে তোমায়।

ভুলেও যেওনা পুরোনো নীল খামের গন্ধ নিতে,

এক-একটা নি:শ্বাস খুন করবে তোমায়, যত্ন করে।

চোখে ধরে ছায়াপথ লিরিক্স  আয়নাতে ঐ মুখ দেখবে যখন লিরিক্স

Leave a Comment