কেউ কারো নয় লিরিক্স আর্বোভাইরাস,Kew karo noy Lyrics by Arbovirus

কেউ কারো নয় গান,আর্বোভাইরাস

 Keu Karo Noi lyrics – Arbovirus |


____লিরিক্স___


কে যেন বলেছিলো
মানুষ মানুষের তরে
আমি তো সত্য ভেবে দেখি, দেখি

কেউ কারো নয়, কেউ বন্ধু নয়
আসতে পারো যদি একা
চলতে কিসের ভয়!!!!!!

নেমে দেখো কাঁদায়
কে এসে পাশে দাঁড়ায়, সহমর্মিতায়
কেউ কারো নয় কেউ বন্ধু নয়
আসতে পারো যদি একা
চলতে কিসের ভয়!!!!!

কেউ কারো নয়, কেউ বন্ধু নয়
আসতে পারো যদি একা
চলতে কিসের ভয়!!!!!!!

Leave a Comment