আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া

আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া

কেনো গো রাই কাঁদিতেছো পাগলিনী হইয়া।

মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া।

জবাকুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া

মনোসুখে গাঁথ মালা কৃষ্ণ নাম লৈয়া।।

সব সখি সাজাই কুঞ্জ থাকরে বসিয়া

সুখের নিশি গত হয় আসে না বিনোদিয়া।।

ভাইবে রাধারমণ বলে শুন মন দিয়া

নিশাকালে আসবে বন্ধু বাঁশরি বাজাইয়া।।

কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়াজায়

কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়াজায়।

যথায় চির সুখে ঘুমায়ে আছেন, দ্বীনের নবী মোস্তফায়।

(নবীর) আকুল প্রাণ অঝর নয়নে, চাহিয়া উম্মতের পানে

ভাবিয়া সে আপন মনে, তৌহিদের বাণী শুনায়।

এই জগত তরাবে বলে, ঘরে ঘরে নাম বিলালে,

সেই নামে যার মন মজিলে, পলকে সে ত্বরে যায়।।

দেখাইতে তার রূপের জ্যোতি, সদায় কয় ইয়া উম্মতি

উম্মতের দেখে দুর্গতি, চক্ষের জলে বুক ভাসায়।।

আক্কাস দেখিবে বলে, নবীর কাছে গেল চলে,

দয়াল নবীর দয়ার বলে,মোহর নবুয়ত দেখায়।।

রজ্জবের এই বাসনা, যাইতো মক্কা মদিনায়

মায়া রৃণে হয়ে দেনা, দিন গেল আশায় আশায়।।

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

Leave a Comment