Amar pritibi Lyrics Band Black
Amar pritibi Lyrics Band Black
আমার পৃথিবী গানের লিরিক্স
ব্যান্ড -ব্ল্যাক
লিরিক্স-
ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে…
মৃত সব গাছের নিচে আগুন জ্বলবে…
বুকের গভীরে নদী,
কুয়াশা, কুয়াশা…
পাথরের উপর বসে
দেখছি এ সব ই…
তাকিয়ে আছে মৃত্যুর এপাড়ে,
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি,
সাদা রোদে ভাসছে সব ই!
পায়ে পায়ে ফিরে আসি আবার,
নিভৃতে বুনি দুঃখের গান…
অনন্ত আগুনে পোড়ে
অনিদ্র চোখ,
আমার বিবেক পোড়ে
সূর্যের নিচে…
তাকিয়ে আছে মৃত্যুর এপাড়ে,
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি,
সাদা রোদে ভাসছে সব ই!