utshorgo lyrics | উৎসর্গ লিরিক্স

utshorgo lyrics

উৎসর্গ লিরিক্স

আমার সবটুকু বিশ্বাস লিরিক্স

utshorgo lyrics

আমার সবটুকু বিশ্বাস
যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই
সে দিয়েছে আমার
অন্ধ চোখে আলো
যার বিশালতার মাঝে
আমি একটুকু পাই নি ঠাঁই
তাকে কৃতজ্ঞতা জানাই
সে যে দিয়েছে আমায়
মহাশূন্যে আশ্রয়

উৎসর্গ ওগো আয়েশা

আমার সব অপূর্ণতাই যেন হয়
আমার শূন্য পথের প্রতি
শ্রেয়তম আশীর্বাদ
যখন স্বর্গদ্বারে একা
দাঁড়াবো তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত
জানি, তখনও সে আমার
হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত
আজ কোনো অনুভূতির
গভীরে যেতে চাই না আর কখনো
যেখানে
নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়
একান্ত শোক।

আমি রাঙাপদে বিকাইলাম রে বন্ধু লিরিক্স | Ami ranga pode bikilam lyrics

যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর
যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়
নির্ভুল সুরের জন্ম
তাকে আমার কাব্যে মেশাই
যেন হয় এক বিশুদ্ধ গান
আমার এই গানই আজ উৎসর্গ হোক
তার প্রতি আমার তীব্র ঘৃণা
utshorgo lyrics তবু স্বর্গদ্বারে একা
থাকব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত
জানি তখনও কিছুই আমার
হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ

আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে,

আমার সবটুকু বিশ্বাস লিরিক্স,

আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে লিরিক্স,

উৎসর্গ গান

utshorgo lyrics downloa,d,
utshorgo lyrics chords
icons utshorgo lyrics,
utshorgo by tasnif mp3 lyrics,
utshorgo aftermath lyrics chords,
utshorgo by tasnif zaman song lyrics,
aftermath utshorgo lyrics,
tasnif zaman utshorgo lyrics,
utshorgo tasnif lyrics,
utshorgo aftermath lyrics,
utshorgo icons lyrics,

উৎসর্গ ওগো আয়শা

Leave a Comment