যুবতী রাধে লিরিক্স
যমুনে এই কি তুমি সেই যমুনা লিরিক্স
Jomuna ai ki tomi sai jomuna lyrics
যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিণী ?
যার বিমল তটে রূপের হাটে বিকাতো নীলকান্তমণি৷
কোথা বা সে ব্রজের শোভা
গোলক হ’তে মনোলোভা
কোথা সে রাম-বলরাম সুবল সুদাম
কোথা সেই সুনীল তনু ধেনু বেণু
মা যশোদা আর রোহিণী ?
কোথা চারু চন্দ্রাবলী
কোথা সেই জলকেলি
কোথা ললিতা সখী সুহাসিনী
কোথা সেই বংশীধারী রাসবিহারী
বামেতে রাই বিনোদিনী ?
যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
চলে গেলে আর আসে না
যৌবন কালে বন্ধু মিলে
শেষে কালে ভালোবাসে না
নদীর জোয়ার চলে গেলে
ফিরে পায় শ্রাবণে
যৌবন জোয়ার একবার গেলে
পায় না জীবনে
ফুল শুকালে সেই ফুলে আর
ভ্রমর তো কভু বসে না
সখী গো এমন শুভ দিন লিরিক্স | Soki go amon subo din lyrics
এই রূপ যৌবনের গৌরব
মিছে যারা করে
অবশেষে পটল ঘাটায় (?)
ভাটায় তখন পড়ে (?)
জীবনে যার ব্যথা ভরা
তার মুখে হাসি ফুটে না