তুমি যে আমার নয়নের নয়ন লিরিক্স
Tomi je amar noyone lyrics
তুমি যে আমার, নয়নের নয়ন,
মনেরই মন, প্রাণেরই প্রাণ, শ্যামা !
এ দেহের দেহী, জীবনের জীবন ||
ধর্মার্থ কাম মোক্ষ পরধাম প্রাপ্তি গতি,
অগতির গতি, কারণেরই কারণ |
কমলাকান্ত কুলকান্ত,
প্রবল কৃতান্ত ভবতারণ ||