Tiroshkar Lyrics

Title:Tiroshkar
Band:Conclusion

Tiroshkar Lyrics

 সব টাকা ছিঁড়ে উড়িয়ে দাও,
সব আগুন ধুয়ে মুছে দাও,
অধিকারগুলো কেড়ে নিয়ে নাও,
নাও, নাও, নাও, নাও।
 সব তার ছিঁড়ে ফেলে দাও,
 সব কিছু ভুলে চলে যাও,
হাতকড়া ভেঙ্গে পালিয়ে যাও, যাও,
 যাও, যাও, যাও, যাও!
 বিরক্তির চাপে মাথা ভেঙ্গে যায়
, ভেঙ্গেচুরে চুরমার হয়ে যায়,
 ভেবে দেখি সবকিছু স্পষ্ট,
ভেবে থাকি আরামেই,
 নাক উঁচাদের মাঝারে।
 সব ভাব পকেটে রেখে দাও,
 বড় বড় কথা বলে যাও,
 কাজের বেলায় ঘরে বসে রও,
রও, রও, রও, রও।
 সব তার ছিঁড়ে ফেলে দাও,
 সব টাকা ছিঁড়ে উড়িয়ে দাও,
সব ভাব পকেটে রেখে দাও,
তোমার কথা তোমার কাছেই থাক,
 মধ্যাঙ্গুল দেখে বসে থাক।

Leave a Comment