তাহারে ভুলিবে বলো কেমনে লিরিক্স
Tahare volbe bolo kemon lyrics
তাহারে ভুলিবে বলো কেমনে?
গাঁথা যে সে তব শত গানের যতনে।
কী হবে রুধিয়া দোর?
ভাঙা যে হৃদয় তোর,
মানিবে না মন-চোর বাহিরের বারণে।।
যাবি কোন দুর বিজনে পাসরিতে সেই জনে?
সেথাও তো গাহে পাখি কাননে।
সেথাও তো ফোটে ফুল,
বরষা বিরহাকুল;
সেথাও তো ওঠে চাঁদ রজনীর গগনে।।