সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি লিরিক্স
Surjodoy tumi lyrics
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।
জলসিঁড়ি নদীর তীরে,
তোর খুশির কাঁকন যেন বাজে
ও—কাশবনে ফুলে ফুলে,
তোর মধুর বাসর যেন সাজে
তোর একতারা হায়,
করে বাউল আমায় সুরে সুরে।।
আঁকাবাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় যেন হাসে
ও—পদ্ম পাতা, দীঘির ঝিলে
তোর সোনার স্বপন যেন ভাসে
তোর এই আঙিনায়
ধরে রাখিস আমায় চিরতরে।।
Similar Posts:
- Tumi je amar ogo tumi je amar Lyrics || তুমি যে আমার ওগো তুমি যে আমার লিরিক্স
- Tumi Mukhosh lyrics
- Tumi Shobi lyrics
- Shopno Tumi Nou lyrics
- Tumi Na Thakle Song Lyrics
- Tumi Ele Onek Diner Pore Lyrics || তুমি এলে অনেক দিনের পরে লিরিক্স :
- Keno Tumi Lyrics
- Tumi, Ami O Bhor lyrics
- Gogoner Taragulo lyrics
- Jani Na Kokhon Tumi Lyrics || জানি না কখন তুমি লিরিক্স