শোনরে মন রসনা যদি কর প্রেমের বাসনা লিরিক্ম | Sonare mon rosna jodi kor lyrics

শোনরে মন রসনা যদি কর প্রেমের বাসনা লিরিক্ম

Sonare mon rosna jodi kor lyrics

শোনরে মন রসনা যদি কর প্রেমের বাসনা ||

ভক্তি মূল্যে না কিনিলে, অমূল্য প্ৰেম পাবে না।।

সাধু শাস্ত্ৰে গেল জানা, প্ৰেম প্ৰাপ্তির উপায় ভক্তি

ভক্তি চেনা গেলা না,

কিরূপ ভক্তি কি আকৃতি, জানলে হয় উপাসনা।।

শুনি ভক্তি এই পদার্থ, অহং না থাকিলে, তিনি এই ব্ৰহ্মাণ্ড শুনিত,

কি জন্য অহং আশ্চৰ্য করে তার প্রবঞ্চনা।

ভক্তি কোথায় হয় উৎপত্তি, উর্ধর্ব কি হয় অধঃগতি

কোথায় বারমখানা।

ভক্তি সৃষ্টিকর্তা যেজন, সেবা হয় কেমন জনা।।

ভক্তি চিনে করা সাধ্য ভক্তি দেশে সাঁই এসে, প্রেমের সে হয় বাধ্য,

হীরু চাঁদ কয় অধীন পাঞ্জ, মানব দেহে দেখ না।।

Leave a Comment