Shuprovat  Lyrics

Shuprovat  Lyrics

একদিন হাঁটছি আমরা ক’জন

আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে

ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর

ধুলোয় ধূসর আমরা ক’জন

এই সকালে, রাস্তায় হাঁটছি ……

সুপ্রভাত একদিন আমাদের ……

দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে

ধুলোময় দোকানে খবরের কাগজে ……

খেয়ালী কোলাহলে জমে ওঠে

 Shuprovat  Lyrics,

এই ঝড়ো সংলাপে,

এই সুপ্রভাত, রুক্ষ চায়ের কাপে ……

একদিন হাঁটছি আমরা ক’জন

আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে

ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর

ধুলোয় ধূসর আমরা ক’জন

ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি ……

Shuprovat  Lyrics,Join Our Facebook Page

Shuprovat  Lyrics,

একদিন হাঁটছি আমরা ক’জন লিরিক্স,

আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে লিরিক্স,

ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর লিরিক্স,

ধুলোয় ধূসর আমরা ক’জন লিরিক্স,

এই সকালে, রাস্তায় হাঁটছি লিরিক্স,

সুপ্রভাত একদিন আমাদের  লিরিক্স,

Leave a Comment