শান্তি না সংগ্রাম লিরিক্স
santi na songram lyrics
শান্তি না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম
আমাদের সংগ্রাম চলবেই
জাগ্রত জনতার প্রতিজ্ঞা খরধার
লাখো লাখো চোখে শুধু জলবেই।।
আপোষ না প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ
রক্তের প্রতিশোধ রক্তেই
জাগো ওঠো দুর্বার, ভাঙ্গো করো চুরমার
লাথি মারো জালেমের তখতে,
জালেমের হুজুমত টলবেই।।
ধ্বংস না বিপ্লব, বিপ্লব, বিপ্লব
মহাকাশ পাক খায় ঘুরছে
মজুরের কিষাণের ইতিহাস জীবনের
খুনে লাল পতাকায় উঠছে
রোদ রাঙা বিপ্লব ফলবেই।।
কথা: নাজিম মাহ্মুদ
সুর: সাধন সরকার
Similar Posts:
- Gari cole na cole na lyrics | গাড়ি চলে না চলে না
- Na lyrics
- Jaak Na lyrics
- TV Dekho Na lyrics
- Na thaka Jibon lyrics
- NA Ar Noy lyrics
- Batha Dio Na lyrics
- Na Bola Phul lyrics
- জলে যাইও না গো রাই লিরিক্স | Jole jaieo na go lyrics
- |না দেখিলে উনাদুনা দেখলে জ্বলে তিন দুনা লিরিক্স na dkile unaduna dkle lyrics